Recent Posts

Wednesday, May 30, 2012

একটি সিগারেট

Be the first to comment!
কষে একটা টান দিতেই একরাশ নিকোটিন গলা দিয়ে ঢুকে ফুসফুস ভর্তি হয়ে গেল। জীবনের সবকিছুরই অন্য রকম মানে হয়ে দাড়াল। দেখলাম এতদিন যা ভাবতাম সবই ভুল। জীবনের অনেকগুলো বছর আমি যা শিখতে পারিনি মাত্র কিছু দিনের মধ্যে তার ৪ গুণ শিখে ফেললাম। শিখলাম এই দুনিয়াতে আপন কেউ নয়। সবাই পর।
একবুক নীল ধোয়া দীর্ঘশ্বাসের সাথে বের হয়ে গেল। মনে হচ্ছে আমি যেন গাড়ির একজস্ট পাইপ। ভালো মানুষের জীবন গুলো সব চোখের সামনে প‌্যারালাইজড হয়ে যাচ্ছে। সময়টার যে কি হয়েছে মনে হচ্ছে হতচ্ছাড়া ট্রাফিক জ্যামে আটকে পড়ে আছে। জ্যাম কিছুতেই কাটছে না। স্বপ্নগুলোর মনে হয় মরণব্যাধি ক্যানসার হয়েছে। আস্তে আস্তে সব কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে। দুঃস্বপ্নদের মনে হয় নতুন করে পাখা গজিয়েছে। সারাক্ষণ চোখের সামনে ফড়ফড় করে উড়ে বেড়াচ্ছে। সুখের গায়ে চর্মরোগ হয়েছে। সারাক্ষণ কেন জানি শুধু চুলকায়। দুঃখের আগুনে কে যেন খাঁটি ঘি ঢেলে দিয়েছে। সবসময় মনের মাঝে দাউ দাউ করে জ্বলছে। এর উত্তাপে গায়ে ফোস্কা পড়ে যায়। আমাদের আশার মাঝে কে যেন এক রাশ বালি ছিটিয়ে দিয়েছে। চোখের মধ্যে হয়তো বালি পড়েছে। তাই যখন তখন কারনে অকারনে পানি ঝড়ে। বেদনার সাথে শান্তি চুক্তি হয়েছে। ওরা কথা দিয়েছে সারাক্ষণ পাশে রবে।
ফিল্টার পুড়ে হাতে ছ্যাকাঁ লাগতেই এ্যাশট্রের মাঝে সিগারেটটা পিষে মারলাম।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

To Leave A Comment, Please Reply Here