ছোট্ট বেলাটাই ভাল ছিল- খেলনা ভেঙ্গে কষ্ট পেতাম,
নতুন খেলনা এলে প'রে দু:খের বেসাতি ছেড়ে দিতাম।
ছোট্ট বেলাটাই ভাল ছিল-দু'পা দিয়ে মেঘ উড়াতাম,
ঘুড়ির লেজে আকাশ বেধে ভাঙ্গা লাটাইয়ে সুখ জড়াতাম।
এখন আমি পায়ের তলে, স্বপ্ন ম'লে- ঝি ঝি পোকায় তারা গুনি
মোটর গাড়ির ভ্যাঁপুর সুরে- মেঠো গানের নিনাদ শুনি।
প্রাণের মায়া ত্যাগ করে- হেব্বি আছি, ভাব ধরে
মুখের হাসি বাধ ভাঙ্গে তবু হিয়ার মাঝে ব্যাথার খনি।
দু'চোখের স্বপ্নগুলো ভিষণ পাজী- দস্যিপনায় মেতে থাকে
নিরাশার ডানা মেলে- সাঝের বুকে সূর্য আকেঁ,
প্রিয়ার তরে রুহু আমার- কুহু সুরে বিলাপ ধ্বনি
পাঁজর ভাঙ্গা সুখের দরে ব্যাথার নীল চাদর কিনি।
(নবিশ)
নতুন খেলনা এলে প'রে দু:খের বেসাতি ছেড়ে দিতাম।
ছোট্ট বেলাটাই ভাল ছিল-দু'পা দিয়ে মেঘ উড়াতাম,
ঘুড়ির লেজে আকাশ বেধে ভাঙ্গা লাটাইয়ে সুখ জড়াতাম।
এখন আমি পায়ের তলে, স্বপ্ন ম'লে- ঝি ঝি পোকায় তারা গুনি
মোটর গাড়ির ভ্যাঁপুর সুরে- মেঠো গানের নিনাদ শুনি।
প্রাণের মায়া ত্যাগ করে- হেব্বি আছি, ভাব ধরে
মুখের হাসি বাধ ভাঙ্গে তবু হিয়ার মাঝে ব্যাথার খনি।
দু'চোখের স্বপ্নগুলো ভিষণ পাজী- দস্যিপনায় মেতে থাকে
নিরাশার ডানা মেলে- সাঝের বুকে সূর্য আকেঁ,
প্রিয়ার তরে রুহু আমার- কুহু সুরে বিলাপ ধ্বনি
পাঁজর ভাঙ্গা সুখের দরে ব্যাথার নীল চাদর কিনি।
(নবিশ)
Post a Comment
To Leave A Comment, Please Reply Here