Recent Posts

Saturday, May 3, 2014

তোামতে-আমাতে

Be the first to comment!
আকাশের মেঘ আছে সাগরের ঢেউ আছে
নদীর আছে জলধারা।
এই আমার যে মন আছে সেই মনে কেউ নেই
শুধু তুমি ছাড়া।


বাগানে ফুল আছে, ফুলেতে মধু আছে
তাতে ভ্রমরের গুঞ্জন,
এই আমাতে যে প্রেম আছে, তোমার মনের টানে
সেটা ছুটে যায় সারাক্ষণ।


পাখিদের গান আছে, গানেতে সুর আছে
আছে কিচি-মিচি কলরব।
এই আমাতে যে সুর আছে, সেই সুরে তুমি আছো
শুধু তোমারই অনুভব।


স্বর্গেতে সুখ আছে, নরকেতে জ্বালা আছে
মৃত্যুতে হবে তার ফলাফল।
এই আমার তুমি আছো, তোমাতেই মোর হাসি আছে
তোমাতেই আছে মোর চোখের জল।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

To Leave A Comment, Please Reply Here